ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কমেডি অভিনেতা ‘চিকন আলী’ আটক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
কমেডি অভিনেতা ‘চিকন আলী’ আটক!

ঢাকাই সিনেমার কমেডি অভিনেতা শামীনুরর রহমান ওরফে চিকন আলীকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে দাবি করেছে তার পরিবার।  

তার স্ত্রী খুশি দাবি করেন, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে রাজধানীর বনশ্রী এলকার বাসা থেকে গোয়েন্দা পুলিশের সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম তাকে নিয়ে যায়।

 

বুধবার সন্ধ্যায় চিকন আলীর সন্ধানের জন্য রাজধানীর এফডিসিতে শিল্পী সমিতির দ্বারস্থ হন খুশি।  

তিনি বলেন, ডিবি অফিসে গিয়ে সারাদিন অপেক্ষা করেও স্বামীর খোঁজ তিনি পাননি। বাধ্য হয়ে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এসেছেন।  

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান দেশের বাইরে আছেন। তিনি বিষয়টি জেনেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।  

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মো. ফারুক হোসেন জানান, তিনি বিষয়টি জানেন না। ডিবির সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।  

উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম প্রযোজিত এম বি মানিকের 'রঙিন চশমা' চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। তাঁর উল্লেখযোগ্য অভিনয় করা চলচ্চিত্র হলো- মনে প্রাণে আছ তুমি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, লাভ ম্যারেজ, শুটার, বসগিরি, বেপরোয়া ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।