পাঁচ দিনব্যাপী ইরানী চলচ্চিত্র প্রচার করতে যাচ্ছে শিশু-কিশোরদের টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভি। ২৮ নভেম্বর (রোববার) থেকে শিশুতোষ এই ইরানী সিনেমা বাংলায় ভাষান্তরিত করে প্রচারিত হবে বলে জানা গেছে।
২৮ নভেম্বর (রোববার) মানবতার এক সরল গল্প নিয়ে প্রচারিত হবে চলচ্চিত্র ‘দ্য উইন্ডো’। পর্যায়ক্রমে প্রচারিত ২৯ ও ৩০ নভেম্বর প্রচার হবে রাসুল ও সারাহ্ দুই ভাই-বোনকে নিয়ে চলচ্চিত্র ‘স্ট্যাম-মার’। প্রচারিত হবে কিশোর রেজার জীবনের গল্প নিয়ে চলচ্চিত্র ‘উইং অফ ইমাজিনেশন’ ।
১ ডিসেম্বর প্রচারিত হবে বন্ধুত্ব ও সম্প্রীতির দারুণ এক গল্প নিয়ে চলচ্চিত্র ‘স্প্যারো স্প্রিং’। শেষ দিন ২ ডিসেম্বর প্রচারিত হবে চলচ্চিত্র ‘স্টোরি অফ মাই ফাদার’স বাইক অ্যান্ড মি’।
প্রতিদিন রাত ১০টায় এই সিনেমাগুলোর একটি করে দুরন্ত টিভির পর্দায় প্রচার হবে।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এনএটি