ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাসায় ফিরেছেন কাজী হায়াৎ, করাবেন ওপেন হার্ট সার্জারি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
বাসায় ফিরেছেন কাজী হায়াৎ, করাবেন ওপেন হার্ট সার্জারি কাজী হায়াৎ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। শঙ্কা কাটলেও এখনো পুরোপুরি সুস্থ হন তিনি, করতে হবে অস্ত্রোপচার।

বিষয়টি কাজী হায়াৎ নিজেই জানিয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

কাজী হায়াৎ বলেন, ‘চিকিৎসক বলেছেন, ওপেন হার্ট সার্জারি করতে হবে। খুব তাড়াতাড়ি করাতে হবে, যা আমি ২০০৫ সালে একবার করিয়ে ছিলাম। দেশের বাইরে গিয়ে হার্টে রিংও পরিয়েছিলাম। কিন্তু নতুন ব্লক ধরা পড়ায় এখন আবার অস্ত্রোপচার করতে হবে। ’

তিনি আরও জানান, এবার দেশেই ওপেন হার্ট সার্জারি করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন কাজী হয়াৎ। এরপর ইসিজিসহ তার দেহে যাবতীয় পরীক্ষানিরীক্ষা করা হয়।  

বাবা কাজী হায়াতের জন্য দোয়া চেয়েছেন ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

চলতি বছর মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হন বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি। বছরখানেক আগে যুক্তরাষ্ট্রে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।