ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শ্বশুর রজনীকান্তের জন্মদিনে ধানুশের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
শ্বশুর রজনীকান্তের জন্মদিনে ধানুশের শুভেচ্ছা রজনীকান্ত ও ধানুশ

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত ৭১ বছরে পা দিয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) তার জন্মদিনে সহকর্মী ও আপনজনদের ভালোবাসায় ভাসছেন তিনি।

 

রজনীকান্তের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তার জামাতা অভিনেতা ধানুশ।

টুইটারে ধানুশ লেখেন, 'শুভ জন্মদিন আমার থালাইভা! এক ও অদ্বিতীয় সুপারস্টার রজনীকান্ত স্যার... আপনাকে অনেক ভালোবাসি। '

২০০৪ সালে রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেন ধানুশ। তাদের সংসারে দুই ছেলে রয়েছে।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর ভারতের বেঙ্গালুরুরে জন্ম নেন রজনীকান্ত। ফিল্মে রজনীকান্ত নাম নিয়ে এলেও তার আসল নাম শিবাজী রাও গাইকোয়াড। অভিনয়ে আসার আগে বেঙ্গালুরুরে একটি বাসের পরিচালক হিসেবে কাজ করতেন তিনি।  

চলার পথটা অবশ্য মসৃণ ছিল না রজনীকান্তের। একসময় কাজ করেছেন বেঙ্গালুরু মেট্রোপলিটন করপোরেশনের বাসের সহকারী হিসেবে। ১৯৭৫ সালে তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গল’-এর মাধ্যমে। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

গোটা এশিয়ায় সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে দ্বিতীয় স্থানে রজনীকান্ত। প্রথম স্থানে আছেন জ্যাকি চ্যান। অভিনয় ছাড়াও তিনি স্ক্রিনপ্লে লিখেছেন, প্রযোজনা করেছেন, গানও গেয়েছেন। শুধু বিনোদন জগতই নয়, দক্ষিণ ভারতের রাজনীতিতেও তার বিশেষ ঝোঁক আছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।