ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেহজাবিনকে জড়িয়ে রাজীব বললেন- ‘ভালোই লাগে’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
মেহজাবিনকে জড়িয়ে রাজীব বললেন- ‘ভালোই লাগে’

নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে নির্মাতা আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলেননি তারা।

এবার রাজীব নিজেই তাদের একান্ত ছবি শেয়ার করে গুঞ্জন উসকে দিলেন।  

শনিবার (১৮ ডিসেম্বর) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেহজাবিনের একটি ছবি শেয়ার করেন রাজীব। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবিন। তার বুকে মাথা রেখেছেন এই অভিনেত্রী।  

এই ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’। এ ছাড়াও আদনানের ফেসবুকেও বেশ কিছু ছবিতে তার সঙ্গে মেহজাবিনকে দেখা গেছে।

মেহজাবিন ও রাজীবকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে শোনা গেছে। আবার তাদের বিয়ের গুঞ্জনও শোনা গেছে একাধিকবার। কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। এবার ছবি আপলোডের মাধ্যমে যেন এক প্রকারের প্রেমের বিষয়টি স্বীকার করে নিলেন তারা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।