ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড’ বলে কটাক্ষ, পাল্টা জবাব সামান্থার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড’ বলে কটাক্ষ, পাল্টা জবাব সামান্থার

চলতি বছরের অক্টোবরে ডিভোর্সের ঘোষণা দেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনি। এরপর থেকে নাগার চেয়ে সামান্থাকেই নানা সমালোচনা ও কটাক্ষ শুনতে হচ্ছে।

সাধারণত অভিনেত্রীকে এসব নিয়ে চুপই থাকতে দেখা গেছে।

তবে এবার এক নেটিজেনকে পাল্টা জবাব দিয়েছেন ‘ফ্যামিলি ম্যান ২’খ্যাত এই অভিনেত্রীকে।  

সামাজিক মাধ্যমে সামান্থাকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ করে এক ব্যক্তি আক্রমণ করেছেন। ‘মিথ্যা’ অপবাদও দিয়েছেন। আর এতে চুপ থাকলেন না সামান্থা।

ওই ব্যক্তি সামান্থার উদ্দেশে টুইটারে লেখেন, ‘সামান্থা এক ডিভোর্সি নষ্ট হওয়া সেকেন্ড হ্যান্ড আইটেম যে কিনা ট্যাক্স বিহীন ৫০ কোটি টাকা এক ভদ্রলোকের কাছ থেকে লুটে নিয়েছে। ’ 

সামান্থা রিটুইট করে জবাব দিয়েছেন, তবে মার্জিতভাবে। ওই ব্যক্তির উদ্দেশে এক লাইনে বক্তব্য সেরে তিনি লেখেন, ‘সৃষ্টিকর্তা আপনার আত্মাকে শান্তি দিক’।

বিয়ের পর নিজের নামের শেষে ‘আক্কিনেনি’ পদবি ব্যবহার করা শুরু করেছিলেন সামান্থা। পদবিটি তার স্বামী নাগা চৈতন্যর। কিন্তু ডিভোর্সের কিছুদিন আগেই সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম থেকে ‘আক্কিনেনি’ পদবি মুছে ফেলেন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।