ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

বিনোদন

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চান নিপুণ 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চান নিপুণ 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চান চিত্রনায়িকা নিপুণ।  

রোববার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

 

এ সময় নিপুণ বলেন, নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। পুরো বাংলাদেশ তা দেখেছে। তাই এটি গঠনতন্ত্র অনুযায়ী শোভনীয় নয়। এ বিষয়ে প্রয়োজনে উচ্চ আদালতে যাব।

কাঞ্চন-নিপুণ পরিষদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, সাইমন, জেসমিন, জাদু আজাদ, সীমান্তসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন জায়েদ খান এবং তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ পান ১৬৩ ভোট। শনিবার (২৯ জানুয়ারি) ফলাফলের বিরুদ্ধে আপিল করেন নিপুণ।

এদিন তার আপিল অনুযায়ী বিকেলে চলচ্চিত্র নির্বাচনের আপিল বোর্ড পুনরায় ভোট গণনা করে। তবে সেখানে পুরোনো ফলই সঠিক বলে ঘোষণা দেয় আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এইচএমএস/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।