ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

শাবনূরের নাম ব্যবহার করে ত্রাণের টাকা তুলে প্রতারণা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ৩০, ২০২২
শাবনূরের নাম ব্যবহার করে ত্রাণের টাকা তুলে প্রতারণা! শাবনূর

বন্যার্তদের সাহায্যের নামে চিত্রনায়িকা শাবনূরের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে কে বা কারা টাকা তুলছেন! কিন্তু বিষয়টি জানতেন না এই অভিনেত্রী! বিষয়টি নজরে আসতেই সোচ্চার হন এই অভিনেত্রী

ফেসবুকে শাবনূর জানিয়েছেন তার নাম-ছবি ব্যবহার করে একটি চক্র প্রতারণা করছে। যা নিয়ে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ফেসবুকে নিজের আইডিতে সতর্কবাণী দিয়ে শাবনূর লেখেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়! আমি কখনোই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক!’

তিনি আরো লেখেন, ‘আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’

জনপ্রিয় এ অভিনেত্রী আরও বলেন, ‘ভক্তদের কারণেই আজ আমি শাবনূর। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব। আপনাদের ভালোবাসার তীব্রতা আমাকে আজও আলোচনায় রেখেছে। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু এই ভালোবাসার ঘরে যেন ঘুণপোকা আক্রমণ না করে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ৩০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।