ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে টেলিভিশনে বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে টেলিভিশনে বিশেষ আয়োজন

আজ ২২শে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস।

এ উপলক্ষে টেলিভিশনের পর্দায় থাকছে নানা আয়োজন।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সকাল ১১টা ও বিকেল ৬টা ২০ মিনিটে থাকছে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রাত রাত ৯টায় প্রচার হবে কবিগুরুর ছোটগল্প ‘নিশীথে’ অবলম্বনে নাটক। নিমা রহমানের নাট্যরূপে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, দিলরুবা দোয়েল, তৃষ্ণা হাওলাদার, উত্তম চক্রবর্তী,  মনোজ সেনগুপ্ত, অপু নোমান, গাজী রোকন ও তমা। রাত ১০টা ২৫ মিনিটে থাকছে ‘আলেখ্যানুষ্ঠান’, এটি উপস্থাপনা ত্রপা মজুমদার। কবিতা পাঠ করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এতে গান গেয়েছেন বুলবুল ইসলাম, লাইসা ইসলাম, তুহিন ইসলাম প্রমুখ।

চ্যানেল আইয়ে সকাল ১১টা ৫ মিনিটে থাকছে রবীন্দ্রনাথের গান, কবিতা আবৃত্তি ও আলোচনা নিয়ে সরাসরি আয়োজন। এটি উপস্থাপনায় থাকছেন রাশেদা রওনক খান। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘সুভা’। এতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা। পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে ‘চিত্রকলায় রবীন্দ্রনাথ’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিট রেহনুমা কামাল আহমেদের উপস্থাপনায় রবীন্দ্রসংগীত অনুষ্ঠান এতে গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। রাত ৯টা ৩৫ মিনিট ‘গণমানুষের রবীন্দ্রনাথ’, এটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ। রাত ১০টা ১০ মিনিটে ‘স্বকণ্ঠে রবীন্দ্রনাথ’, রাত ১১টা ৩০ মিনিটে ‘তুমি রবে নীরবে’।  

বাংলাভিশনে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ‘প্রাণ চায় চক্ষু না চায়’। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন শিমুল মুস্তাফা। তার অতিথি রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর। থাকবে গান, আলোচনা ও আবৃত্তি।

এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিট থাকছে বিশেষ নাটক ‘তপস্বীণী’। গল্প রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্রনাট্য মান্নান হীরা। পরিচালনায় আল্পনা আক্তার। অভিনয়ে তারিক আনাম খান, সজল, ক্যামেলিয়া রাঙা, ইনামুল হক। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি গানের অনুষ্ঠান ‘এ লগন গান শোনাবার’। এতে গাইবেন অনিমা রায় ও ফাহিম হোসেন চৌধুরী।

মাছরাঙা টিভিতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘জীবিত ও মৃত’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে ইন্তেখাব দিনার, প্রসূন আজাদ। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘সিঁথির অতিথি’। যেখানে সিঁথি সাহার অতিথি হয়েছেন কণ্ঠশিল্পী সাদী মহম্মদ।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।