সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শহরের পাটগুদাম ব্রিজ মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে বকগুলো উদ্ধার করা হয়।
ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বাংলানিউজকে জানান, হালুয়াঘাট থেকে একটি বাসে করে ১২টি ভারতীয় কানি বকসহ শম্ভুগঞ্জ ব্রিজে এসে নামেন এক পাখি শিকারি।
পরে পুলিশ হেডকোয়াটার্স থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ শহরের পাটগুদাম ব্রিজ মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ১২টি ভারতীয় কানি বক উদ্ধার করে।
তিনি জানান, প্রতিটি কানি বকের মুখ কসটেপ দিয়ে আটকানো ছিল এবং ডানা বাঁধা ছিল।
পরে সদর রেঞ্জ কর্মকর্তা মো. মেজবাউল ইসলাম বিকেলে থানা থেকে বকগুলো অবমুক্তের জন্য বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে বকগুলো বিভাগীয় অফিসের পুকুরে ছেড়ে দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, ১২টি কানি বক উদ্ধার করা হয়েছে। তবে আটককৃত পাখি শিকারির নাম বলতে পারছি না। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মাহমুদুল।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমএএএম/আরআইএস/