ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

জীবনানন্দ স্মরণে আবৃত্তিসন্ধ্যা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
জীবনানন্দ স্মরণে আবৃত্তিসন্ধ্যা

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৫৬তম প্রয়াণ দিবস ২২ অক্টোবর শুক্রবার। এ উপলক্ষে ২০ অক্টোবর সন্ধ্যা ৭টায় শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল জীবনানন্দ দাশ স্মরণে আবৃত্তিসন্ধ্যা।

অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্রোত আবৃত্তি-সংসদ।

এখানে জীবনানন্দ দাশের ‘এই পৃথিবীতে আমি’, ‘তোমরা যেখানে সাধ চলে যাও’, ‘আট বছর আগের একদিন’, ‘লোকেন বোসের জর্নাল’, ‘অদ্ভুত আঁধার এক’সহ মোট ১৬টি কবিতা আবৃত্তি করা হয়। শ্রুতিমধুর আবৃত্তির পাশাপাশি মঞ্চে আলো-আঁধারির খেলায় নেপথ্যে মিউজিক ও প্রজেক্টরের মাধ্যমে কবিতাপোযোগী আলোকচিত্র ব্যবহার করা হয়, যা কবিতা আবৃত্তি শোনার ক্ষেত্রে শ্রোতাদের বাড়তি ভালোলাগা উপহার দিয়েছে।

কবিতা আবৃত্তি করেন গাজী শারমিন আক্তার দীপা, তরুময় বিশ্বাস পাভেল, রেজওয়ান আহমেদ এ্যানি, রবিন দাস, বৃন্দ, আতিকুর রহমান সুমন, শান্তা শ্রাবণী, কাজী অয়ন, মাহফুজ মাসুম, ফখরুল ইসলাম তারা ও নাজিরুল ইসলাম কাঞ্চন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫০, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।