ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

জগিংয়ের সঙ্গী বিগ ডগ রোবট

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
জগিংয়ের সঙ্গী বিগ ডগ রোবট

ঢাকা: রোবট আবিষ্কার নতুন কিছু নয়। যুগের সঙ্গে সঙ্গে নানা প্রয়োজনে তৈরি হচ্ছে অত্যাধুনিক রোবট।


 
‘বিগ ডগ রোবট’ তাদের মধ্যে একটি। ভাবুন তো, একটি রোবট কুকুর আপনার সঙ্গে জগিং করছে। তাকে কেউ ধাক্কা দিলে তা সামলে নিয়ে আবার দৌঁড়াচ্ছে। ব্যাপারটি বেশ মজার তাই না!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টন ডায়ানামিক ল্যাব  চমৎকার এ রোবটটি বানিয়েছে। ২০১৩ সালে গুগল আবার বোস্টন ল্যাবকে কিনে নেয়

বিগ ডগ নামে এ রোবটটি ইতিমধ্যেই হয়ে উঠেছে জনপ্রিয়। দু’মিনিটের একটি ভিডিওতে বিগ ডগকে জগিং করতে দেখা গেছে।

১৬০ পাউন্ড ওজনের চার পা বিশিষ্ট রোবটটি অফিস পরিচালনা ও সিঁড়ি দিয়ে নির্বিঘ্নে ওঠা নামা করতেও বেশ পারঙ্গম। অনেকেই বলছেন, যদি এর কুকুরের মতো মাথা থাকতো, তাহলে এটি পাহাড়েও উঠতে পারতো।

ভিডিওটিতে দেখা গেছে, জগিং করার সময় অনেকেই রোবটটিকে সজোরে পা দিয়ে ধাক্কা দিচ্ছেন। ধাক্কা খেয়ে বেসামাল হয়ে গেলেও, আবার ঠিকই দাঁড়িয়ে যাচ্ছে সে। হাবভাব দেখে মনে হচ্ছে, সত্যিই যেন এর প্রাণ রয়েছে!

বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।