ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১৫ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার। ৩ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৮০৮ - রাশিয়া পুরোপুরি ফিনল্যান্ড দখল করে নেয়।
• ১৮৮২ - হিমায়িত মাংসের প্রথম চালান নিউজিল্যান্ড থেকে ব্রিটেনে পাঠানো হয়।
• ১৮৯৮ - কিউবার হাভানা পোতাশ্রয়ে মাইন দিয়ে মার্কিন যুদ্ধ জাহাজ উড়িয়ে দেওয়া হয়।
• ১৯৩৭ - এথেন্সে বলকান সম্মেলন অনুষ্ঠিত।
• ১৯৪২ - সিঙ্গাপুর জাপানের কাছে আত্মসমর্পণ করে।
• ১৯৬৯ - আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহরুল হক পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন।
• ১৯৯৬ - বাংলাদেশে বহুল আলোচিত ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত।
জন্ম
• ১৯১৬ - বাউল শিল্পী শাহ আবদুল করিম। সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে। দেড় সহস্রাধিক গানের রচয়িতা আবদুল করিমের গান কথা বলে অন্যায়, অবিচার, কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। বাউল শাহ আবদুল করিমের প্রকাশিত ছয়টি গানের বইয়ের মধ্যে আফতাব সংগীত, গণসংগীত, কালনীর ঢেউ, ভাটির চিঠি, কালনীর কূলে ও দোলমেলা।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএমএন/এএ