ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

অ্যান্টার্কটিকার ৯০ শতাংশ পেঙ্গুইন বিলুপ্তির পথে!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
অ্যান্টার্কটিকার ৯০ শতাংশ পেঙ্গুইন বিলুপ্তির পথে!

ঢাকা: জলবায়ু ও পরিবেশ- দু’টিই বদলাচ্ছে সমান তালে। এর প্রভাব প্রত্যক্ষভাবে পড়ছে জীবপ্রকৃতির ওপর।

এসব প্রাণীর মধ্যে পেঙ্গুইন একটি।

অ্যান্টার্কটিকার কেপ ডেনিসনে এক লাখ ৬০ হাজার পেঙ্গুইনের ৯০ শতাংশই বিলুপ্ত হয়ে গেছে। এর কারণ তাদের চারণভূমির খুব কাছেই বিশাল বরফ খণ্ডের উদয়। প্রায় তিন হাজার বর্গকিলোমিটার দীর্ঘ বরফখণ্ডের জন্ম হওয়ায় পেঙ্গুইনরা খাবার সংগ্রহ করতে পারছে না।
 
অ্যান্টার্কটিকায় ২০১১ সাল থেকে আডেলিয়ে পেঙ্গুইন এভাবে বিলুপ্ত হচ্ছে।

ক্যামব্রিজ জার্নালে প্রকাশিত এক জরিপে জানানো হয়েছে এ ভয়াবহ তথ্য। যদি এ বরফপ্রান্তর সরে না যায় বা ভেঙে না যায় তবে আডেলিয়ে কলোনির বাকি যে ১০ শতাংশ পেঙ্গুইন রয়েছে তাও আগামী ২০২০ সালের মধ্যে পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা পরিবেশবিদদের।

সমুদ্রে বরফখণ্ড জেগে ওঠায় পেঙ্গুইনদের বর্তমানে ১২০ কিলোমিটারেরও বেশি দূরত্বে গিয়ে শিকার করতে ও খাবার খেতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রজনন ক্ষমতাও।

সমুদ্র বরফের আট কিলোমিটার দূরত্বে বেড়ে ওঠা উঠতি বরফখণ্ডের নাম B09B। ৯৭ কিলোমিটার লম্বা আইসবার্গটি গত ২০ বছর ধরে ভেসে বেড়াচ্ছে কমনওয়েলথ বে’র বুকে।
 
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।