ঢাকা: সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, একই ধরনের শপিং যেমন-জামাকাপড়, পার্লার, প্রসাধনী এমনকি খেলনা কিনতে নারীরা গড়ে পুরুষের তুলনায় ৩৭ শতাংশ বেশি অর্থ ব্যয় করেন। যদিও কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের প্রয়োজনীয় জিনিস তৈরিতে কম কাঁচামাল ব্যবহৃত হয় তবুও নারীরা এসব জিনিস বেশি দামেই কিনছেন পুরুষের তুলনায়।
যদি ম্যাগাজিনের কথাই বলা হয়, তাহলে যুক্তরাজ্যে পুরুষদের জিকিউ ম্যাগাজিনের দাম ৩.৯৯ পাউন্ড যার বাংলাদেশি মূল্য চারশো ৩৭ টাকা। পাশাপাশি নারীবিষয়ক ইলি পত্রিকার দাম ৪.১০ পাউন্ড। যার বাংলাদেশি মূল্য চারশো ৪৯ টাকা।
আবার জুতোর ক্ষেত্রে একইরকম গোলা হেরিয়ার্সের নতুন ট্রেইনার পুরুষদের জন্য ৫৫ পাউন্ড ও নারীদের জন্য ৬০ পাউন্ড মূল্য।
ড্রাই ক্লিনিংয়েও এই তফাত আছে বৈকি! লন্ডনের শার্টস্ট্রিম ড্রাই ক্লিনার্সে ছেলেদের শার্টে খরচ পড়ে ৩.০৯ পাউন্ড পার পিস ও নারীদের সুতি ব্লাউজে খরচ পড়ে ৫.৪৫ পাউন্ড।
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড ও মিডল্যান্ডের কোম্পানি আইহেটআয়রোনিং ছেলেদের শার্ট ধোয়া ও ইস্ত্রিতে লাগে ২.৪০ পাউন্ড ও মেয়েদের শার্টে লাগে প্রায় এর দ্বিগুণ ৪ পাউন্ড।
শার্টস্ট্রিমের এক মুখপাত্র জানান, মেয়েদের ব্লাউজ বেশিরভাগ সময় হাতেই ধুতে হয় কিন্তু ছেলেদের শার্ট মেশিনে ধুয়ে পরে ইস্ত্রি করা হয় তাই খরচ একটু কম।
এরপর আসা যাক গ্যাপের স্ট্যান্ডার্ড ব্লু টি-শার্টের কথায়। এখানে টি-শার্টের নীল রঙের শেড আর লোগোতে একটু পার্থক্য রয়েছে। কিন্তু কাঁচামাল ও স্টাইল একই। তারপরও দুই পাউন্ড বেশি দিয়েই এই টি-শার্ট কিনতে হবে মেয়েদের। যেখানে ছেলেদের গ্যাপ টি-শার্ট ১৬.৯৫ পাউন্ডে পাওয়া যায় সেখানে মেয়েরা তা কেনেন ১৮.৯৫ পাউন্ড দিয়ে।
নারীদের ক্লাসিক লেইসর অ্যালার্ম ওয়াচ ২১ পাউন্ড অন্যদিকে ১৫.৬০ পাউন্ডে দিব্যি ঘড়ি কিনে নিচ্ছেন ছেলেরা।
চ্যানেলের অ্যালিউর ইউ ডে টুয়াইলেট এনেছে নারী ও পুরুষদের জন্য দু’টি পারফিউম। দুটোরই অবশ্য কিছু মূল পার্থক্য রয়েছে। ছেলেদের পারফিউমের দাম ৪৮ পাউন্ড অন্যদিকে নারীদের ক্ষেত্রে তা পড়ছে ৫৫ পাউন্ডে।
দ্য কেমব্রিজ স্যাচল কোম্পানির স্মার্ট ব্রাউন লেদার ব্যাগ ছেলে-মেয়ে উভয়ের জন্যই রয়েছে। দেখতে একেবারেই একরকম কিন্তু নারীদের ব্যাগের দাম একশো ৩০ পাউন্ড ও পুরুষদের ব্যাগ ৮৪ পাউন্ড।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসএমএন/এএ