ঢাকা: প্রাণিজগৎ বিচিত্র রঙের সাম্রাজ্য। তবে কখনও এই রঙের ভীড়েও কোনো শুভ্রতায় আটকে যায় চোখ।
অালবিনো বা ধবলগ্রস্ত প্রাণীরা ভাগ্যবান বলা চলে। ভীড়েও তাদের চোখে পড়ে সবার আগে, আবার এর উল্টো বিপত্তিও রয়েছে। শিকারি সহজেই কব্জা করতে পারে তাদের।
জেনেটিক মিউটেশন- অর্থাৎ আলবিনো প্রাণীদের শরীরে কোনো মেলানিন তৈরি হয় না। যার ফলে তাদের ত্বকের রং ও লোম সাদা হয়। ফলে শিকারিদের নজরে এরা সহজেই ধরা পড়ে যায়।
লেমুর থেকে শুরু করে ময়ূর পর্যন্ত সব আলবিনো প্রাণীই প্রবল চিত্তাকর্ষক। সবচেয়ে অদ্ভুত হচ্ছে আলবিনো হাতি। দেখে মনে হয় যেনো সাদা কাদামাটি মেখে দেওয়া হয়েছে হাতির গায়ে।
এ তো গেলো হাতি, লাল-নীল মাছরাঙা যদি আলবিনো হয় তবে নিশ্চিত কেউ চিনতে পারবে না। কারণ তখন তার ঠোঁট ছাড়া সবই হবে ধবধবে সাদা।
আমেরিকান এলিগেটরকে দেখে ভয় না পেয়ে ইচ্ছে হবে আদর করি!
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মার্চ ০১ , ২০১৬
এসএমএন/এএ