ঢাকা: ছেলেটির নাম ম্যারিয়াজ কেডজিয়েরস্কি। বয়স ২৩ বছর।
এর বেশিরভাগই পোর্ট্রেইট। অন্যান্য চিত্রশিল্পীর সঙ্গে তার পার্থক্য হচ্ছে ম্যারিয়াজের একটা হাত নেই, বাকি একটা হাতের গঠন অসম্পূর্ণ।
তিনি জানান, আমার শারীরিক অক্ষমতা মানে এই না যে আমি অসাধারণ জীবনযাপন করছি না। এর অর্থ এই যে অামার স্বপ্ন আছে।
ছবি আঁকা আমার জীবনপথ। গত সাত বছর ধরে এ পথে হেঁটে চলছি আমি। জানান তিনি।
এ কয় বছরে আমি সাতশোরও বেশি ছবি এঁকেছি। তিনি জানান, এতে তার সময় লেগেছে ১৫ হাজার ঘণ্টা।
ম্যারিয়াজ ২০১৩ সালে বেস্ট গ্লোবাল আর্টিস্ট হিসেবে দ্বিতীয় পুরস্কার পান। এছাড়াও তিনি ক্রাকাও, ভিয়েনা, অক্সফোর্ড ও দুবাইসহ আরও বিভিন্ন দেশের প্রদর্শনীতেও অংশ নিয়েছেন।
সম্প্রতি ইউরোপ ভ্রমণের সময় তিনি বেশ কিছু ছবি এঁকেছেন। তিনি বার্লিন, আমস্টারডাম, লন্ডন, প্যারিস, বার্সেলোনা, মার্সেই, ভেনিস, রোম ও অ্যাথেন্সের পথে বসে এসব ছবি এঁকেছেন। ম্যারিয়াজ প্রজেক্টের নাম দেন ম্যারিয়াজ ড্রস।
তিনি জানান, এর মাধ্যমে আমি মানুষকে অনুপ্রাণিত করতে চাই ও বলতে চাই প্রতিবন্ধকতা কেবল আমাদের মস্তিষ্কেই, অন্য কোথাও না।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এসএমএন/এএ