ঢাকা: সাইবেরিয়ার পারমাফ্রস্টে বিলুপ্ত প্রজাতির কুকুরটি কত বছর ধরে হিমায়িত ছিলো জানেন? প্রায় সাড়ে ১২ হাজার বছর! সম্প্রতি বিজ্ঞানীরা হিমায়িত কুকুরটির বরফ গলানোর প্রক্রিয়ায় রয়েছেন।
প্রাচীনতম এ কুকুরের দাঁত ও মস্তিষ্ক এখনও অক্ষত রয়েছে বলে জানান বিজ্ঞানীরা।
সাইবেরিয়ান টাইমসের রিপোর্ট মতে, কুকুরটির মস্তিষ্কসহ সবকিছুই ভালোভাবে সংরক্ষিত রয়েছে।
এমআরঅাই স্ক্যান করে দেখা গেছে তার প্যারেনস্যাফেলন, লঘু-মস্তিষ্ক ও পিটুইটারি গ্রন্থি এখনও দৃশ্যমান।
প্লাইস্টোসিন ক্যানিডের মস্তিষ্ক এবারই প্রথম বিজ্ঞানীরা হাতে পেয়েছেন। ওই যুগের শিকারির এটিই প্রথম অক্ষত মস্তিষ্ক বলে জানান তারা।
পরবর্তী ধাপে কুকুরটিকে ল্যাবরেটরিতে পাঠানো হবে। তার শরীর থেকে প্রাচীনকালের ব্যাকটেরিয়া পাওয়া যাবে বলে আশাবাদী গবেষক দল।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসএমএন/এএ