ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ভাষাসৈনিক গাজীউল হকের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
 ভাষাসৈনিক গাজীউল হকের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৭ জুন ২০১৬, শুক্রবার। ৩ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫৭৯ - ইংরেজরা ক্যালিফোর্নিয়ায় সার্বভৌমত্ব ঘোষণা করে।
•     ১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান।
•     ১৮৫৮- ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁসির রানি লক্ষ্মীবাই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান।
•     ১৮৮৫ - স্ট্যাচু অব লিবার্টি নিউ ইয়র্কের বন্দরে পৌঁছায়।
•     ১৯৪৪ - গণতান্ত্রিক আইসল্যান্ড প্রতিষ্ঠিত হয়।

জন্ম
•     ১৮৮২ - রুশ সঙ্গীতজ্ঞ ইগর স্ট্রাভিনস্কি।
•     ১৯৪৫ - মার্কিন সেনাপতি টমি ফ্র্যাংকস।

মৃত্যু
•     ১৬৩১ - মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহল। মমতাজ মহলের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করেন।
•     ১৯৯৬ - মার্কিন বুদ্ধিজীবী টমাস স্যামুয়েল কুন।
•     ২০০৯ - বাঙালি লেখক, বুদ্ধিজীবী ও ভাষাসৈনিক গাজীউল হক। ভাষাসৈনিক গাজীউল হক ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি ভঙ্গকারীদের মধ্যে অন্যতম ছিলেন গাজীউল হক। ১৯৫৫ সাল পর্যন্ত তার লেখা ‘ভুলব না ভুলব না ভুলব না, এই একুশে ফেব্রুয়ারি ভুলব না’ গানটি গেয়ে প্রভাতফেরি করা হতো। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক এ সদস্য রাষ্ট্রভাষা পদক ও সম্মাননা স্মারক, শেরেবাংলা জাতীয় পুরস্কার অর্জন করেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসএমএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।