ঢাকা: নারায়ণগঞ্জের বান্টি গ্রামে ব্যস্ত সময় পার করছেন বাটিক শ্রমিকরা। সামনে পবিত্র ঈদুল ফিতর।
যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত তারাই বাটিকের কাপড় ব্যবহার করেন। কোনো কাপড়ের উপর যে জলছাপ দেওয়া হয় সেটাই হলো বাটিক কাজ।
কাপড়ে মোম দিচ্ছেন শ্রমিকরা
মোম দেওয়ার পর কাপড় শুকানো হচ্ছে।
রোদে শুকানো কাপড় ভাজ করতে ব্যস্ত শ্রমিকরা।
থান কাপড় কেটে কয়েকটি ভাগে ভাগ করছেন শ্রমিকরা
ঈদকে সামনে রেখে কাপড়ে ব্লক দিতে ব্যস্ত দু’শ্রমিক।
কাপড়ে বিভিন্ন রঙ্গের আলপনা দিতে ব্যস্ত শ্রমিক। বাটিকের কাজে ব্যবহার করা হচ্ছে রং।
রং করার পর ফের ধুয়ে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয় কাপাড়, এমনটাই জানিয়েছেন শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
আইএ/