টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস। আগামীকাল (শুক্রবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেলের বিপক্ষে জয় পেলেই ইতিহাস গড়বে কিংস।
শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে জয় পেলে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হবে কিংসের। তবে আগামী ম্যাচে হার, কিংবা ড্র বসুন্ধরা কিংসের শিরোপা জয়ের পথে তেমন বাধা হব না। কারণ টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছে।
ম্যাচের আগে অনুশীলনে বেশ নির্ভার দেখা গেল কিংসের কোচ অস্কার ব্রুজোনকে। বেশ ফুরফুরে মেজাজে ছিলেন দলের ফুটবলাররা। অস্কার বলেন, ‘টানা চার শিরোপা জয়- এটা অন্যরকম একটা আনন্দ। আগামী ম্যাচেই আমরা আমাদের কাজটা সেরে রাখতে চাই। নিজেদের ঘরের মাঠেই শিরোপা জয় করতে চাই। ’
শেখ রাসেলকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন কোচ অস্কার ব্রুাজোন। শিরোপা জয় নিশ্চিত হলেও নিজেদের সেরাটা দেওয়ার কথাই জানালেন তিনি। অস্কার বলেন, ‘শেখ রাসেল শক্ত প্রতিক্ষ। তাদের বিপক্ষে জয় পাওয় সহজ হবে না। আমরা আমাদের সেরাটা দিয়েই খেলবো। ’
দলের ডিফেন্ডার তপু বর্মন বলেন, ‘ফেডারেশন কাপ থেকে বিদায় নেওয়াটা দুর্ভাগ্য ছিল। আমাদের শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। যা ঘটেছে না তা নিয়ে ভাবছি না। এখন আমাদের লক্ষ্য লিগ শিরোপা নিশ্চিত করা। আগামীকাল ঘরের মাঠেই শিরোপা নিশ্চিত করতে চাই। ’
দেশের সাফল্য অর্জনের পর আন্তর্জাতিক সাফল্যের কথা জানালেন আতিকুর রহমান ফাহাদ। তিনি বলেন, ‘বসুন্ধরা কিংস দেশের ফুটবলে নতুন নতুন ইতিহাস লিখে চলছে। এমন ক্লাবের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করতে চাই আমরা। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও ভালো কিছু উপহার দিতে চাই দেশকে। ’
আগামীকাল দিনের আরেক ম্যাচে মোহামেডানের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। ফেডারেশন কাপের ফাইনালের আগে এটা তাদের প্রস্তুতিমূলক ম্যাচ বলা যায়। আগামী ৩০ মে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এআর/এএইচএস