ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

১০ মিনিটেই ‘শেষ’ আর্জেন্টিনা ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুন ৬, ২০২৩
১০ মিনিটেই ‘শেষ’ আর্জেন্টিনা ম্যাচের টিকিট

আগামী জুনে এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সফরের প্রথম ম্যাচে ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

১০ মিনিট না যেতেই সেই ম্যাচের প্রথম ধাপের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার ছাড়া হবে দ্বিতীয় দফার টিকিট।

স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হয় টিকিট বিক্রি। কিন্তু ১০ মিনিট পর হতাশ হতে হয় টিকিট কিনতে অনলাইনে ঢোকা বাকি ফুটবল ভক্তদের। বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচটি অনুষ্ঠিত হবে বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে। যার ধারণক্ষমতা ৬৮ হাজার। এই ম্যাচের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৮২ ডলার, আর সর্বোচ্চ মূল্য ৬৭৫ ডলার।

যদিও টিকিটের মূল্য নিয়ে শুরুতে নাখোশ ছিলেন বেশ কিছু সমর্থক। কেননা চাইনিজ সুপার লিগে এর চেয়ে কম মূল্য। কিন্তু টিকিট বিক্রি শুরুর দিনই বোঝা গেল বাস্তবতা। বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখার সুযোগ প্রত্যেকদিন মেলে না।

এই ম্যাচের টিকিট অন্য কারও কাছে বিক্রি করা যাবে না। কারণ টিকিটের সঙ্গে প্রত্যেকটি ব্যক্তির পরিচয়পত্রের নাম্বার ও ফটো আইডি জুড়ে দেওয়া দেওয়া হয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইচ্যাটে’ সবচেয়ে বেশি মুল্যের টিকিট ২হাজার ৭৪৩ ডলারে কেনার প্রস্তাব উঠেছে।  

এশিয়া সফরের জন্য আগেই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তারকায় পরিপূর্ণ এক দল নিয়ে আসছে। থাকছেন লিওনেল মেসি। চীনে তাদের বিশাল এক সমর্থকগোষ্ঠী আছে। বিশেষ করে কাতার বিশ্বকাপ জয়ের পর তা আরও বেড়েছে।

এদিকে অস্ট্রেলিয়া ম্যাচের পর আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচটি হবে ইন্দোনেশিয়ার জেলোরা বুং কারনো স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।