ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

কম্বোডিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ১০, ২০২৩
কম্বোডিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আসন্ন সাফ চাম্পিয়নশিপ সামনে রেখে ফিফা প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দল।  

আজ শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে টিজি-৩২২ ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন জামাল ভূঁইয়ারা।

সেই ফ্লাইট কম্বোডিয়ায় পৌঁছানোর পর বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান এক ভিডিও বার্তায় বলেছেন, 'আমরা নিরাপদে কম্বোডিয়া এসে পৌঁছেছি।  খেলোয়াড়রা হোটেলরুমে বিশ্রাম করছেন। আগামীকাল বিকেল চারটায় তারা অনুশীলন করবেন। '

আগামী ১৫ জুন স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ প্রীতি ম্যাচটি খেলবে। তবে মূল দলের বিপক্ষে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুশীলন করবে তারা। এরপর আগামী ১২ জুন কম্বোডিয়া প্রিমিয়ার লিগের দল টিফি আর্মি ফুটবল ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  

কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে ভারতে পাড়ি দেবে বাংলাদেশ দল। সেখানে আগামী ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।