ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর ১৯৯তম ম্যাচে পর্তুগালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
রোনালদোর ১৯৯তম ম্যাচে পর্তুগালের জয় ম্যাচ চলাকালীন রোনালদোকে কোলে তুলে নেন এক ভক্ত।

জাতীয় দলের হয়ে ১৯৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলও পেয়ে গিয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।

যদিও মাঠ ছাড়েন জয়ের আনন্দ নিয়ে। ইউরো বাছাইপর্বে বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে ৩-০ গোলে হারায় পর্তুগাল।

ঘরের মাঠ লিসবনে জোড়া গোল করেন ব্রুনো ফের্নান্দেস। তার আগে অবশ্য গোলের খাতা খোলেন বের্নার্দো সিলভা।  ৪৪ মিনিটে ফের্নান্দেসের পাস থেকে পর্তুগালকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। এর আগে যদিও সতীর্থের বাড়ানও ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো। কিন্তু অফসাইডের ফাঁদে পড়েন এই ফরোয়ার্ড।

বিরতির পর ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দেস। রুবেন নেভেসের ক্রস দারুণ এক হেডে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক ভলিতে জাতীয় দলের হয়ে ১৫তম গোলের দেখা পান তিনি। তাতে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। বাছাইপর্বে এনিয়ে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে।

এদিকে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে রোনালদোকে কোলে তুলে নেন এক ভক্ত। তার সঙ্গে ‘সিউউ’ উদযাপনও করেন রোনালদো। এমনকি ম্যাচ শেষেও আরেক ভক্তের সঙ্গে দেখা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।