ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৫০ মিলিয়ন ইউরোতে দেম্বেলেকে পেল পিএসজি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
৫০ মিলিয়ন ইউরোতে দেম্বেলেকে পেল পিএসজি

৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি'তে বার্সেলোনা থেকে উসমানে দেম্বেলেকে দলে ভেড়ালো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'বিবিসি' জানিয়েছে, লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের সঙ্গে ৫ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড।

তার রিলিজ ক্লজের ৫০ মিলিয়ন ইউরো শোধ করেছে পিএসজি।

২০১৭ সালে ১৩৫.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দেম্বেলেকে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে কিনেছিল বার্সা। এরপর কাতালান জায়ান্টদের জার্সিতে ১৮৫ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৪০টি। এই সময়ে লা লিগার শিরোপা জিতেছেন তিন বার।  

দুইবার কোপা দেল রে জয়ী দেম্বেলে গত বছর বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন। সেই চুক্তির মেয়াদ বাকি থাকা সত্ত্বেও ক্যাম্প ন্যু ছাড়ার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি তিনি ক্লাবকে জানিয়েও দিয়েছিলেন। যা পরে নিশ্চিত করেছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেস।  

গত বছর ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলেছেন দেম্বেলে। কিন্তু এরপর ইনজুরির কারণে মৌসুমের বাকি সময় বার্সা জার্সিতে নামা হয়নি তার। তবে ২৬ বছর বয়সী ফরোয়ার্ডকে ছাড়াই লিগের শিরোপা ঘরে তুলেছে কাতালুনিয়ার ক্লাবটি।  

ফ্রান্সের জার্সিতে ৩৭টি ম্যাচ খেলেছেন দেম্বেলে। গোল করেছেন ৪টি।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।