ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দলবদলের শেষদিনে ধারে ইউনাইটেডে আমরাবাত-রেগুইলন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
দলবদলের শেষদিনে ধারে ইউনাইটেডে আমরাবাত-রেগুইলন

গ্রীষ্মকালীন দলবদল মৌসুমের শেষ দিনে বাজিমাত করছে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যাম থেকে ধারে সের্হিও রেগুইলনকে দলে ভিড়িয়েছে রেড ডেভিলসরা।

একইভাবে মরক্কোর মিডফিল্ডার সোফিয়ান আমরাবাতকেও দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে রয়েছে ক্লাবটি।  

আজ এক বিবৃতিতে রেগুইলনকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৪ সাল পর্যন্ত ধারে দলটির হয়ে খেলবেন স্প্যানিশ এই ফুলব্যাক। লোন শেষে তাকে সরাসরি দলে ভেড়াবার অপশনও রাখা হয়েছে চুক্তিতে। আর্থিক বিষয়াদির ব্যাপারে অফিসিয়াল কিছু জানায়নি কোনো ক্লাবই, তবে ‘দ্য অ্যাথলেটিক’ বলছে, রেগুইলনকে কোনো ফি ছাড়াই দলে ভিড়িয়েছে রেড ডেভিলসরা। ২০২৪ পর্যন্ত তার বেতন বহন করবে ক্লাবটি।

এদিকে গুঞ্জন শোনা গিয়েছিল কাতার বিশ্বকাপে মরক্কোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ফুলব্যাক সোফিয়ান আমরাবাতকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তাকে দলে ভিড়িয়ে নিল ম্যানচেস্টার ইউনাইটেডই। অফিসিয়ালি এখনও কোনো খবর না আসলেও বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।

তবে সরাসরি চুক্তিতে নয়, বরং ১ কোটি ইউরোতে ধারে রেড ডেভিলসদের হয়ে ২০২৪ সাল পর্যন্ত খেলবেন আমরাবাত। সঙ্গে সরাসরি দলে নেওয়ার অপশন রয়েছে। সেক্ষেত্রে ইউনাইটেডকে খরচ করতে হবে ২ কোটি ইউরো। সঙ্গে যুক্ত হবে ৫০ লাখ ইউরোও। খুব শিগগিরই আমরাবাতকে দলে ভেড়ানোর অফিসিয়াল ঘোষণা আসবে বলে জানিয়েছেন রোমানো।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।