ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

ক্লাব হোক বা জাতীয় দল- ৩৮ বছর বয়সেও পারফরম্যান্সে দ্যুতি ছড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরো বাছাইপর্বে এবার পরপর দুই ম্যাচে করলেন জোড়া গোল।

তার দাপুটে পারফরম্যান্সের রাতে গতকাল বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।

নিজেদের মাঠে পঞ্চম মিনিটেই পিছিয়ে যায় বসনিয়া। পেনাল্টি থেকে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ২৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেস, ৩২ মিনিটে জোয়াল ক্যানসেলো এবং ৪১ মিনিটে জোয়াও ফেলিক্স জালের দেখা পেলে বড় জয় নিশ্চিত হয় পর্তুগালের। যদিও দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখাই পায়নি তারা।

আট ম্যাচের সবক'টিতে জিতে 'জে' গ্রুপের শীর্ষে পর্তুগাল। ইউরোর মূলপর্বের টিকিট আগেই কেটে রেখেছে তারা। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। আর ৯ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ বসনিয়ার।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।