ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

হারে মৌসুম শেষ মেসির মায়ামির

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
হারে মৌসুম শেষ মেসির মায়ামির

স্বপ্ন দেখলেও প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যায় ইন্টার মায়ামি। যদিও মৌসুমের শেষটা সুন্দর করার প্রত্যাশা ছিল।

কিন্তু সেটাও করতে পারলেন না লিওনেল মেসিরা। শার্লট এফসির কাছে ১-০ গোলে হেরে শেষ করেন মৌসুম।

আজ ম্যাচের শুরুর একাদশেই ছিলেন মেসি। দলকে নেতৃত্ব দিয়ে খেলেন পুরো ৯০ মিনিট। ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে যায় মায়ামি। এরপর সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল তারা। দ্বিতীয়ার্ধে মেসির ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। এর খানিক আগে গোলের দেখাও পেয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু তা বাতিল হয় অফসাইডের কারণে।

মেসি যোগ দেওয়ার আগে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে একদম তলানিতে ছিল মায়ামি। মেসি যোগ দেওয়ার পর এক ধাপ উন্নতি হয়েছে তাদের। ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৪তে থেকে শেষ করে মৌসুম। তবে এর ফাঁকে লিগস কাপে মেসির হাত ধরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ক্লাবটি।

ইউরোপিয়ান ফুটবল

লা লিগায় সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে    আত্মঘাতি গোল করেন ডেভিড আলাবা। এর চার মিনিট পর রিয়ালকে সমতায় ফেরান দানি কারভাহাল। তবে প্রথমার্ধে রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।  

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে চেলসির বিপক্ষে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। শেফিল্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলও। লিগ ওয়ানে স্ত্রাসবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এএইচএস
 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।