ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

দ্রুতই সাবিনাদের বেতন পরিশোধের আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
দ্রুতই সাবিনাদের বেতন পরিশোধের আশ্বাস

কিছুদিন আগেই দেশের নারী ফুটবলারদের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বর্ধিত বেতন কার্যকর হয়েছে সেপ্টেম্বর থেকে।

ফিফার নিয়মের জটিলতার কারণে বাকি সময়ের বেতন বকেয়া রয়েছে। দ্রুতই বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

সেপ্টেম্বর-অক্টোবর টানা ২ মাস বেতন পাননি সাবিনারা। নভেম্বর মাসের মাঝামাঝি এসে সেপ্টেম্বর মাসের বেতন দিয়েছে বাফুফে। ডিসেম্বর মাস শুরু হলেও এখনও অক্টোবরের বেতন পাননি নারী ফুটবলাররা। বেতন বকেয়া পড়ার বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘বেতন বৃদ্ধির বিষয়ে আমাদের ফিফার কিছু আনু্ষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন ছিল। ফিফার নির্দেশনা অনুসরণের আনুষ্ঠানিকতা মানতে গিয়ে বেতন প্রদানে বিলম্ব হয়েছে। ইতোমধ্যেই সেই সব কাজ সম্পন্ন হয়েছে। আজ তো শনিবার...। দ্রুত সময়ের মধ্যেই বাকি বেতন পরিশোধ করা হবে। আমাদের দিক থেকে কোনও সমস্যা নেই আমরা প্রস্তুত। ফিফার কিছু নিয়মের কারণেই বিলম্ব হচ্ছে। ’

এর আগে সাফজয়ী অধিনায়ক সাবিনা সর্বোচ্চ ২০ হাজার টাকা বেতন পেতেন। বাকিরা পেতেন ১০ হাজার টাকা করে। নারী ফুটবলারদের লিগ হয় বছরে মাত্র এক মাস। সারা বছর তারা বাফুফের অধীনেই থাকে। তাই ফেডারেশনের কাছে কয়েক মাস ধরে বেতন বৃদ্ধির আন্দোলন করেছিলেন সাবিনারা। নানা আন্দোলনের পর সাবিনাসহ ১৫ ফুটবলারকে মাসে ৫০ হাজার, ১০ জনের ৩০ হাজার, বাকি ৬ ফুটবলারের ৪ জন ২০ এবং ২ জনের ১৮ হাজার টাকা বরাদ্দ করে ফেডারেশন।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।