ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

ফর্টিসে ধরাশায়ী আবাহনী, জয়ে ফিরল শেখ জামাল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
ফর্টিসে ধরাশায়ী আবাহনী, জয়ে ফিরল শেখ জামাল

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই ড্র নিয়ে মাঠ ছেড়েছিল আবাহনী। এবার তারা ফর্টিস এফসির কাছে হেরেই গেল।

অন্যদিকে জয়ে ফিরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ শেখ জামাল ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে। একই ব্যবধানে ফর্টিস জয় পেয়েছে আবাহনীর বিপক্ষে।  

বাংলাদেশ পুলিশের বিপক্ষে আত্মঘাতী গোলে জয় উপহার পায় শেখ জামাল। পুরো ম্যাচেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ছিল। তবে গোলের দেখা মিলছিল না।  

ম্যাচের ৫৫ মিনিটে গোলের গেরো খুলে। বল নিয়ে বাংলাদেশ পুলিশের বক্সে ঢুকে পড়েন শেখ জামালের ফরোয়ার্ড। বল ক্লিয়ারের চেষ্টা করেন ইসা ফয়সাল। তবে বল বাইলাইন দিয়ে বাইরে না গিয়ে দূরের পোস্টে। এই আত্মঘাতী গোলেই কপাল পোড়ে পুলিশের।  

এবারের লিগে যাত্রাটা ভালো হয়নি আবাহনীর। প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। আজ ফর্টিসের বিপক্ষে হেরে গেল গত দুই মৌসুমের রানার্স আপ। ম্যাচের ৩৭ মিনিটে ভ্যালারি হারিশির গোলে এগিয়ে যায় ফর্টিস। ওমর বাদুর বাড়িয়ে দেওয়া বলে দলকে এগিয়ে দেন হারিশি।

দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের আট নম্বর স্থানে রয়েছে আবাহনী। তিন পয়েন্ট নিয়ে ছয়ে আছে শেখ জামাল।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।