ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার কোপা আমেরিকার জার্সি ফাঁস!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
আর্জেন্টিনার কোপা আমেরিকার জার্সি ফাঁস!

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে কোপা আমেরিকার পরবর্তী আসর। এই আসরকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের জার্সি প্রস্তুত করে ফেলেছে আর্জেন্টিনা।

অফিসিয়ালি তা প্রকাশ করা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে মেসিদের নতুন জার্সিটি।  

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২২ সালে জিতে বিশ্বকাপও। এরপর বেশ কয়েকটি প্রীতি ম্যাচও খেলে তারা। ছন্দে থাকা দলটি নিজেদের জার্সিতে এনেছে ব্যাপক পরিবর্তন। দ্য স্পোর্তস-কামিসাস দে টাইম নামক গণমাধ্যম জার্সিটির বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। যা ভাইরাল হয়ে যায়।  

নতুন জার্সিটির সামনের অংশে আগের মতোই তিনটি লাইট ব্লু ব্যান্ডস ও চারাটি হোয়াইট ব্যান্ডস থাকছে। তবে সোল্ডারে থাকছে না তিনটি কালো রংয়ের স্ট্র্যাপ। সেগুলো এখন লাইট ব্লুই থাকবে। জার্মান যে কোম্পানি জার্সির স্পন্সর, তাদের লোগো করা হয়েছে গোল্টেন কালারের। এমনকি হাতায় থাকা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের চিহ্নটিও গোল্ডেন করা হয়েছে। তাছাড়া এবার থাকছে তিনটি স্টারও।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।