ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশে আসছেন দি মারিয়া, দেখা করবেন ভক্তদের সঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
বাংলাদেশে আসছেন দি মারিয়া, দেখা করবেন ভক্তদের সঙ্গে

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন কাতার বিশ্বকাপে নজর কাড়ে পুরো বিশ্বের। এরপরই বাংলাদেশ সফরে এসেছিলেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য এমিলিয়ানো মার্তিনেস।

তবে ভক্তদের সঙ্গে তাদের যোগাযোগের কোনো প্রচেষ্টাই করেনি আয়োজকরা। একই সমস্যা ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদিনহোর বেলাতেও।  

এবার বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী দলের সদস্য আনহেল দি মারিয়া। তাকেও দেশে আনছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার অবশ্য আগের সব ভুল শুধরে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সাধারণ দর্শকদের পাশাপাশি ফুটবলারদের নিয়েও আলাদা আয়োজনের পরিকল্পনা আয়োজকদের। এ বিষয়ে প্রধান পরিকল্পনাকারী শতদ্রু দত্ত বলেন, ‘এবার একটু উন্মুক্ত প্রোগ্রাম করব, যাতে সমর্থকরা দেখতে পারে। স্টেডিয়ামে কিছু করব, ফুটবল ট্রেনিংয়ে করব, উইমেন্স ফুটবল নিয়ে কিছু করব, স্পন্সরদের সঙ্গে মিট এন্ড গ্রিট থাকবে, প্রাইম মিনিস্টার থাকবেন। দেড় দিনের মতো পরিকল্পনা করছি। ফুল এন্ড হাফ থাকবে বাংলাদেশে। ’

অনেকটা পর্দার আড়ালে থেকেই বাংলাদেশ ঘুরে যান এমি মার্তিনেস এবং রোনালদিনহো। এমনকি গণমাধ্যমের সঙ্গেও করা হয় অশোভন আচরণ। যদিও এসবের দায়িত্ব নিতে চান না কলকাতার ব্যবসায়ী শতদ্রু দত্ত। তার দাবি সব গণ্ডগোলের মূলে বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি।
 
শতদ্রু দত্ত বলেন, ‘লোকাল যাকে দায়িত্ব দিয়েছিলাম সে এরকম করেছিল। এবার আমি নিজে পুরো দায়িত্ব নিচ্ছি। যা কিছুই করব নিজের তত্ত্বাবধানে। প্রেস বক্স আলাদা থাকবে, লোকেশন আলাদা থাকবে। সবকিছুই নিজে করব, কোনো বিতর্ক চাই না। ’

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।