ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা করলো ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা করলো ফিফা

অক্টোবর-নভেম্বরে খেলা ফিফা বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচের শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশকে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রা জরিমানা করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা।

 

ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, গত ১২ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক রাউন্ডের প্রথম লেগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় বাংলাদেশের বিরুদ্ধে। যে কারণে ৫ হাজার সুইস ফ্রা জরিমানা করে ফিফা। পাঁচ দিন পর দ্বিতীয় লেগের ম্যাচে ভেন্যুতে নিরাপত্তা বিধি বাস্তবায়ন করতে না পারা, আতশবাজি পোড়ানো ও মাঠে দর্শক ঢোকার কারণে বাফুফেকে ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা করে ফিফা।  

দুই লেগ মিলিয়ে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে ২১ নভেম্বর ঘরের মাঠে মুখোমুখি হয় লেবাননের বিপক্ষে। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করলেও জরিমানা পিছু ছাড়েনি বাফুফের। ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে না পারার কারণে ১১ হাজার ২৫০ সুইস ফ্রা জরিমানা করে ফিফা।

বাংলাদেশ সময়: ১১৫৪ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।