ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

নারী অ-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ

শিরোপায় চোখ নেপালের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
শিরোপায় চোখ নেপালের নেপালের অধিনায়ক সারা বাজারাছায়া (সর্ব ডানে)

আগামীকাল থেকে শুরু হবে নারী সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেপাল।

আজ ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের কোচ এবং অধিনায়ক জানালেন শিরোপা জয়ই মূল লক্ষ্য তাদের।

নেপালের কোচ বাল গোপাল সাহু বলেন, ‘আমরা প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাইনি। তবে অল্প সময়ের মধ্যেই আমরা নিজেদের ভালো ভাবে প্রস্তুত করে নিয়েছি। আমরা ভালো ফলের প্রত্যাশায় রয়েছি। উপভোগ্য ম্যাচ উপহার দিতে চাই সকলকে। ’

‘আগামীকালের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আসরে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। আগামীকালের ম্যাচটা জিতে আমরা নিজেদের অবস্থান শক্ত করতে চাই। তারা কঠিন প্রতিপক্ষ। তবে আমরা সেরাটা দিয়ে লড়াই করবো। শিরোপা জয়ের বিষয়ে আমরা আত্মবিশ্বাসি। ’ 

কোচের সঙ্গে সুর মেলালেন দলের অধিনায়ক সারা বাজারাছায়া। তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। তবে আমরা প্রস্তুত এবং শিরোপা জয়ের বিষয়ে আশাবাদী। ’

এবারের প্রায় প্রতিটি দলই নতুন খেলোয়াড় নিয়ে মাঠে নামছে। ২০২১ সালের ডিসেম্বরে ঢাকায় বসেছিল সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসর।  এবার নতুন দল নিয়ে মাঠে নামতে হচ্ছে প্রতিটি দলকে। কোনও দলের প্রতিই তাই পরিপূর্ণ ধারণা নেই বলে জানিয়েছেন কোচ বাল গোপাল সাহু।  

তিনি বলেন, ‘প্রতিটা দলই নতুন খেলোয়াড় নিয়ে মাঠে নামবে। তাই কারো শক্তি-দুর্বলতা নিয়েই কারো তেমন ধারণা নেই। আগামীকালই দেখা যাবে কি হয়। আমাদের অধিনায়ক অ-২০ আসরে বাংলাদেশে খেলে গেছেন। তার অভিজ্ঞতা রয়েছে এখানে খেলার। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।