ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ফুটবল

জিরোনাকে গুঁড়িয়ে শীর্ষস্থান পোক্ত করল রিয়াল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
জিরোনাকে গুঁড়িয়ে শীর্ষস্থান পোক্ত করল রিয়াল

শীর্ষস্থান নিয়ে জিরোনার সঙ্গে ইঁদুর-বিড়াল দৌড় চলছিল রিয়াল মাদ্রিদের। সেই লড়াইয়ের আপাতত ইতি টানল তারা।

লা লিগায় পয়েন্ট টেবিলের সেরা দুই দলের লড়াই ছিল আজ। যেখানে জয়ের হাসি হেসে শীর্ষস্থান পোক্ত করেছে রিয়াল। নিজেদের মাঠে জিরোনাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা।

সান্তিয়াগো বের্নাব্যুতে জিরোনা একদমই পাত্তা পায়নি। এবারের মৌসুমে চমক হিসেবে ধরা দিয়েছে তারা। শুরু থেকে এখন পর্যন্ত শিরোপার অন্যতম দাবিদার ক্লাবটি। রিয়ালের সামনে পড়ে তারা অসহায় আত্মসমর্পণ করবে- এমনটা হয়তো খুব কম লোকই ভেবেছিলেন।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভার্দের পাস থেকে প্রতিপক্ষের দুই ফুটবলারকে কাটিয়ে গোলটি করেন ভিনিসিয়ুস। ৩৫তম মিনিটে গোলের জোগানদাতা হিসেবে আবির্ভূত হন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার পাস থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহ্যাম।  

বিরতির পরও গোলের চেষ্টায় কোনো কমতি রাখেননি ভিনিসিয়ুস। ৫৪তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলের জন্য নিচু শট নেন তিনি। কিন্তু তা জিরোনা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে ঠিকই নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন বেলিংহ্যাম। ৬১তম মিনিটে ভিনিসিয়ুসের অ্যাসিস্টে এবার দলের চতুর্থ গোলটি করেন স্বদেশি রদ্রিগো। শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেননি হোসেলু।

এই জয়ে জিরোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। বার্সেলোনা অবশ্য তিনে থাকলেও বেশ দূরেই আছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে কাতালানদের ব্যবধানটা ১১ পয়েন্টের।

বাংলাদেশ সময় : ০১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪

এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।