ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ বাছাই পর্ব

জিকো-তপুকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
জিকো-তপুকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা

বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ‍ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবং পরীক্ষিত ডিফেন্ডার তপু বর্মন।

তবে ইনজুরি ছিটকে দিয়েছে বসুন্ধরা কিংসের উদিয়মান তারকা শেখ মোরসালিন এবং নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজিকে।

তবে এবার বাংলাদেশ দলে রয়েছে নতুন চমক। রয়েছে তিন নতুন মুখ। স্ট্রাইকার রাব্বী হোসেন রাহুল, ডিফেন্ডার তাজ উদ্দিন ও কানাডা প্রবাসী মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম কিরমানি। প্রবাসী ফুটবলারকে দলে ভিড়িয়েছেন স্প্যানিশ কোচ।

ব্রাদার্সের তরুণ স্ট্রাইকার রাব্বী এবার প্রিমিয়ার লিগে ৫ গোল করে সকলের দৃষ্টি কেড়েছেন। কিরমানি এবার পুলিশ দলে খেলে গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। তার খেলার ধরনও কাবরেরাকে আকৃষ্ট করেছে। আর সাদ উদ্দিনের ভাই তাজও শেখ জামালের হয়ে ডিফেন্সে নিজেকে দারুণ ভাবে মেলে ধরেছেন।

এছাড়া ২৮ সদস্যের দলে সুযোগ পাওয়া অন্য সবার বাংলাদেশের প্রাথমিক কিংবা চূড়ান্ত দলে থাকার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া এক বছর আগে প্রাথমিক দলে ডাক পাওয়া ফরোয়ার্ড মোহামেডানের শাহরিয়ার ইমনও সুযোগ পেয়েছেন।  

একনজরে বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রিতম
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, মুরাদ হাসান, তপু বর্মণ, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তাজ উদ্দিন
মিডফিল্ডার: সোহেল রানা, চন্দন রায়, মো. হৃদয়, মো. সোহেল রানা, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, সাইদ শাহ কাজেম কিরমানি, জামাল ভূইয়া, জায়েদ আহমেদ
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ, রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।