ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংসকে দেখে অন্যরাও উদ্ধুদ্ধ হবে: ক্রীড়ামন্ত্রী

নিউজরুম এডিটর, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মে ১৮, ২০২৪
বসুন্ধরা কিংসকে দেখে অন্যরাও উদ্ধুদ্ধ হবে: ক্রীড়ামন্ত্রী

দেশের ফুটবল ইতিহাসে আর কোনো ক্লাব যা করতে পারেনি, সেটাই করে দেখিয়েছে বসুন্ধরা কিংস। ২০২২ সাল থেকে নিজস্ব ভেন্যুতে খেলছে তারা।

শুধু তা-ই নয়, বসুন্ধরা গ্রুপের অর্থায়নে প্রায় ৩৫০ বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ট্রফি প্রদান করতে আজ প্রথমবার কিংস অ্যারেনায় পা রাখেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। পুরো স্টেডিয়াম ঘুরে দেখার সুযোগ হয়নি তার। তবে যতটুকু দেখেছেন, তাতেই মুগ্ধতা ছেয়ে গেছে তার মনে।  

পাপন মনে করেন, বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগ দেখে অন্যরাও এগিয়ে আসবে। তিনি বলেন, ‘স্টেডিয়ামটা পুরোপুরি দেখা হয়নি। তবে বাইরের থেকে যেটা বুঝছি স্টেডিয়ামটা খুবই সুন্দর। মাঠ তো ডেফিনেটলি ভালো। ভেতরের ফ্যাসিলিটিজগুলো আমি জানি না। তবে আমি নিশ্চিত তারা (বসুন্ধরা কিংস) যেহেতু বানিয়েছেন আন্তর্জাতিক মানেরই বানিয়েছেন। ’

‘ক্লাবগুলোকেই নিজস্ব ফ্যাসিলিটিজ তৈরি করতে হবে। ফুটবল বলেন ক্রিকেট বলেন, ওদের (বাইরের দেশে) ওখানে গিয়ে দেখেন, ওদের কী ফ্যাসিলিটিজ আছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ক্লাবগুলো ওই জায়গায় আসেনি। বসুন্ধরা এরকম একটা নতুন শুরু করল। এটা দেখে আমি মনে করি অন্য যারা আছে উদ্বুদ্ধ হবে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, তাদেরও এগিয়ে আসতে হবে। ’

প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো কিংস। দেশের ফুটবল ইতিহাসে ইতোমধ্যেই নিজের অন্যতম পরাশক্তি হিসেবে গড়ে তুলেছে তারা। বাকিরা কোনো প্রতিদ্বন্দিতাই উপহার দিতে পারছে না।

কিংসকে কৃতিত্ব দিয়ে পাপন বলেন, ‘বসুন্ধরা কিংস একাই নয়, অন্যরাও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছে। বসুন্ধরা ভালো খেলেছে, তাই চ্যাম্পিয়ন হয়েছে। তাই কৃতিত্বটা বসুন্ধরার। এই প্রতিযোগিতাটা যত বাড়বে তত খেলার মান বাড়বে। ’

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এএইচএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।