ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নারী ফুটবলারের মৃত্যুতে বাফুফের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
নারী ফুটবলারের মৃত্যুতে বাফুফের শোক

এ বছরই সন্তান জন্ম দিতে যেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে সাফ জয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুনকে। চলতি বছরের ১৪ মার্চ মারা যান তিনি।

 

তার মৃত্যুর ৩ মাস ২৫ দিনের মাথায় মারা গেলেন আরও এক নারী ফুটবলার। নাম তার মিথিলা আক্তার। যিনি নিয়মিত বাফুফের ক্যাম্পে ছিলেন। খেলছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলে। বাফুফে এক শোক বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ২৩ বছর বয়সে লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগে গতকাল দুনিয়া ত্যাগ করলেন মিথিলা।  

বাফুফের তথ্য মতে, মিথিলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও ১৬ দলে খেলেছেন। বয়সভিত্তিক দুই দলে খেললেও বাফুফের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই কোন কোন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন মিথিলা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ বাফুফের অন্যান্য কর্মকর্তাগণ। তারা গভীর সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।