ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চুক্তির মেয়াদ বাড়তে পারে বাটলারের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
চুক্তির মেয়াদ বাড়তে পারে বাটলারের

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানোর পর নারী ফুটবল দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন পিটার বাটলার। আবারও নিজের অ্যাকাডেমির দায়িত্বে ফিরে গেছেন তিনি।

যদিও বাফুফের সঙ্গে তার চুক্তি রয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত। সেই চুক্তির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বাফুফের সদ্য নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল।  

বাফুফের সঙ্গে বাটলারের চুক্তি ৩১ ডিসেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি বাকি দিনগুলোতে বাটলারের কাজের ক্ষেত্র কী কী হবে সেটাও হয়তো পরের সভায় চূড়ান্ত হতে পারে। এসব নিয়ে বাটলার বলেছেন, ‘যেহেতু আমাদের মধ্যে চুক্তি আছে, সেহেতু আমাকে মেয়াদ পূর্ণ করতে হবে। এটা আমার দায়িত্ব। নতুন সভাপতিও বলেছেন, বিষয়টি নিয়ে তিনি আলোচনা করে আমাকে জানাবেন। '

গতকাল তাবিথের সঙ্গে সেই আলোচনায় বসেছিলেন বাটলার। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও দুজনের আলোচনা ইতিবাচকই হয়েছে বলে জানা গেছে। আলোচনার পর বাটলার বলেন, ‘সভাপতির (তাবিথ আউয়াল) সঙ্গে দেখা করে ভালো লেগেছে। আজ আমাদের মধ্যে কোনো সিদ্ধান্ত আসেনি, শুভেচ্ছা বিনিময় হয়েছে। তবে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। ইতিবাচক কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে। আমার যা বলার ছিল সেসব তাকে জানিয়েছি। তিনি পরবর্তী সময়ে কথা বলবেন বলে জানাবেন। '

বাটলারের হাতেই নারী দলের দায়িত্ব থাকুক, এমনটা চান বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ। অন্যদিকে নারী দলের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনও। এখন সময়ই বলে দেবে কে হবেন নারী দলের নতুন কোচ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।