ঢাকা: সাইফ স্পোর্টিং ক্লাব ও টিঅ্যান্ডটি ক্লাব মতিঝিলের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়ালো দেশের দ্বিতীয়স্তরের পেশাদার ফুটবল লিগ ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০১৫-১৬’।
আর উদ্বোধনী ম্যাচেই জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিক অফের ৬ মিনিটে সুমনের গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। ১৬ মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আরিফুল।
পিছিয়ে পড়ে প্রথমার্ধেই খেলায় ফিরতে লড়েছে টিঅ্যান্ডটি ক্লাব মতিঝিল। কিন্তু সেই লক্ষ্যে তারা সফল হয়নি।
তবে স্টপেজ টাইমের শুরুতে নাইমুদ্দিন টিঅ্যান্ডটির হয়ে ২-১ এ ব্যবধান কমান। তবে সেটাও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি দলটি। স্টপেজ টাইমের শেষ সময়ে সাজ্জাদের গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং ক্লাব।
উদ্বোধনী ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে।
এর আগে লিগের উদ্বোধন করেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি