ঢাকা: জার্মানির বুন্দেসলিগায় ছুটে চলেছে বায়ার্ন মিউনিখ, ছুটে চলেছেন রবার্ট লেভানোডফস্কি আর আরিয়েন রোবেন। অসবার্গকে চলমান লিগের ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন।
চলমান লিগে ৯ ম্যাচে ৭ গোল করতে লেভানোডফস্কি জোড়া গোল করেন। বাকি গোলটি করেন রোবেন। আর অসবার্গের হয়ে একমাত্র গোলটি করেন শিউল কো।
খেলার ১৯ মিনিটের মাথায় বায়ার্নকে এগিয়ে নেন লেভা। কাউন্টার অ্যাটাক থেকে রোবেনের দুর্দান্ত পাসে গোলটি করেন তিনি। ১-০ তে এগিয়ে থাকা বাভারিয়ানদের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোবেন। ম্যাচের ২১ মিনিটের মাথায় লেভার অ্যাসিস্ট থেকে গোলটি করেন প্রথম গোলের যোগানদাতা রোবেন (২-০)।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। রোবেন-লেভার দারুণ বোঝাপড়ায় দলকে তৃতীয়বার এগিয়ে দেন তারাই। রোবেনের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন লেভা।
৩-০ গোলে এগিয়ে থাকা বাভারিয়ানদের জয় তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায়। তবে, স্বাগতিক দলের হয়ে দানিয়েলের অ্যাসিস্ট থেকে দলের একমাত্র গোলটি করেন শিউল। ব্যবধান কমালেও আর ম্যাচে ফিরতে পারেনি অসবার্গ। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
এ জয়ের ফলে ৯ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট বায়ার্নের। টেবিলের শীর্ষেই রয়েছে বাভারিয়ানরা।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এমআরপি