ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালের অপরাজেয় রেকর্ড থামালো সেভিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
রিয়ালের অপরাজেয় রেকর্ড থামালো সেভিয়া রিয়ালের অপরাজেয় রেকর্ড থামালো সেভিয়া/ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪০ ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ডের সমাপ্তি ঘটলো। সেভিয়ার মাঠে রোমাঞ্চকর লিগ ম্যাচে ইনজুরি সময়ের গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

গত ১১ দিনে তৃতীয়বারের মতো মুখোমুখি হয় দু’দল। সবশেষ কোপা দেল রের ষোলোর দ্বিতীয় লেগে ৩-৩ গোলের ড্র (৬-৩ অ্যাগ্রিগেট) নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে গ্যালাকটিকোরা।

বার্সেলোনার কীর্তি টপকে গড়ে টানা অপরাজেয় থাকার স্প্যানিশ ইতিহাস। এবার লা লিগায় তাদের মাঠে হেরেই গেল লস ব্লাঙ্কসরা।

সেভিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচে বিশ্রামে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন সিআর সেভেন। ৮৫ মিনিটে রিয়াল শিবিরকে স্তব্ধ করে দেন অধিনায়ক সার্জিও রামোস। তার আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত এর খেসারতই দিয়ে হয় ভিজিটরদের। তিন মিনিটের ইনজুরি সময়ের শুরুতেই জয়সূচক গোল করে সেভিয়া দর্শকদের বাঁধভাঙা উল্লাসে মাতান ফরোয়ার্ড স্টিভান জোভেটিক। রেফারি শেষ বাঁশি বাজানোর পর রোনালদো-বেনজেমা-মডরিচদের একরাশ হতাশাই সঙ্গী হয়।

পয়েন্ট টেবিলে বার্সাকে পেছনে ফেলে আবারো দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেভিয়া। রিয়ালের শীর্ষস্থানও এখন নড়বড়ে। যদিও তারা এক ম্যাচ কম (১৭ ম্যাচ) খেলেছে। তিন দলের পয়েন্ট যথাক্রমে ৪০, ৩৯, ৩৮।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।