ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

একই দিন তিন রকমের স্বাদ খুদে টাইগ্রেসদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
একই দিন তিন রকমের স্বাদ খুদে টাইগ্রেসদের ছবি: সংগৃহীত

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপী ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভাল অনূর্ধ্ব-১৫’ ফুটবল ফেস্টিভাল।

এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল। শনিবার (২৮ জানুয়ারি) ফেস্টিভালে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা।

তার একটিতে ড্র করেছে। একটিতে হেরেছে এবং জিতেছে একটিতে।

‘ডি’ গ্রুপে সকাল ৯টা ৫৫ মিনিটে এসি ইমাবারি বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সকাল ১১টা ৪৫ মিনিটে সেরেজো এর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। আর দুপুর ১টা ৩৫ মিনিটে এনগু নাগোয়া এফসি লেডিস এর বিপক্ষের ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে কৃষ্ণা-স্বপ্নারা। বাংলাদেশের পক্ষে দুটি গোলই করেন স্বপ্না।

.রোববার (২৯ জানুয়ারি) আমাগাসাকি লেডিস টিমের বিপক্ষে সকাল ৯টা ৫৫ মিনিটে গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশের মেয়েরা। এরপর নকআউট পর্বের ম্যাচে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল। প্রস্তুতি ম্যাচসহ মোট ৭টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভাল’ শুরুর আগে একাডেমি সাকাই এর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা।

.এই ফেস্টিভালে জাপানের ১৮টি দলের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড অনূর্ধ্ব-১৬ দল। মোট ২০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ফেস্টিভাল। প্রতিটি ম্যাচ হচ্ছে ৪০ মিনিটের। প্রথমার্ধে ২০ মিনিট, দ্বিতীয়ার্ধে ২০ মিনিট। মাঝে ৫ মিনিটের বিরতি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।