ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম গুরুকে হারালেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
প্রথম গুরুকে হারালেন মেসি ছবি: সংগৃহীত

বার্সেলোনা আর আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির প্রথম কোচ ছিলেন আর্নেস্টো ভেচ্চিও। আর্জেন্টাইন আইকনকে বেড়ে উঠতে সাহায্য করা আর্নেস্টো ৬৫ বছর বয়সে পরলোকগমন করেছেন।

মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের কোচ ছিলেন আর্নেস্টো। আর এই ক্লাবেই বেড়ে উঠেন মেসি।

তার হাতেই মেসির ফুটবলের হাতেখড়ি।

আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের রোজারিওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্নেস্টো। নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের পক্ষ থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রোজারিওতে মেসির অভিষেক হয়েছিল যে কোচের তত্বাবধানে, সেই আর্নেস্টো ভেচ্চিও প্রয়াত হয়েছেন। আমাদের ক্লাবের ফুটবলের সঙ্গে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে জড়িয়ে ছিলেন। মাত্র ৬৫ বছর বয়সেই সকলকে ছেড়ে চলে গেলেন তিনি। ’

মেসি ফাউন্ডেশনের হয়েও কাজ করতেন আর্নেস্টো। ১৯৯৫ সালে নিউওয়েলসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সে সময় ক্লাবের আট বছর বয়সী ফুটবলারদের নিয়ে কাজ করেছেন আর্নেস্টো। সেখানে ছিলেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার মেসি। ২০০০ সালে ১৩ বছর বয়সে মেসিকে বার্সায় নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।