ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য শেষ ম্যাচে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য শেষ ম্যাচে! ছবি: সংগৃহীত

ঘরের মাঠে টানা দুই ম্যাচ ড্র করে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় লিওনেল মেসির আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলেছে। তবে আশা শেষ হয়ে যায়নি। গতবারের রানার্সআপদের ভাগ্য তাদের নিজের হাতেই। শেষ ম্যাচে জয় পেলেই বাছাইপর্ব উতরে যাবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টানা চার ম্যাচে জয়হীন আর্জেন্টিনা। হোম ভেন্যুতে ভেনেজুয়েলার পর পেরুর বিপক্ষেও গোলশূন্য ড্রয়ে মূল্যবান পয়েন্ট খুইয়েছে আলবিসেলেস্তেরা।

প্লে-অফে খেলার পঞ্চম স্থানও হারিয়েছে জর্জ সাম্পাওলির শিষ্যরা। ১৭ ম্যাচ শেষে পয়েন্ট ২৫। সমান পয়েন্ট ও সমান গোল ব্যবধান নিয়ে পাঁচ নম্বরে পেরু। ১ পয়েন্ট পিছিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্যারাগুয়ে।  বিবর্ণ আর্জেন্টিনা, বাছাইপর্ব থেকেই বিদায়ের শঙ্কা

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট পাবে। পঞ্চম স্থানধারীকে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ টিম নিউজিল্যান্ডের বিপক্ষে প্লে-অফ খেলতে হবে।

মেসিকে ছাড়া বিশ্বকাপ! ভাবা যায়! এমন কঠিন বাস্তবতাই চোখ রাঙানি দিচ্ছে। অন্তত প্লে-অফ নিশ্চিতে বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে জয়ের কোনো বিকল্প নেই। সরাসরি শীর্ষ চারে থাকতে হলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোতে। জয় খরা কাটাতে পারলেই আগামী বছরের রাশিয়া ওয়ার্ল্ডকাপের দৌড়ে টিকে থাকবে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা। বিশ্বকাপ স্বপ্ন বাঁচাতে মেসির হাতে আর একটি ম্যাচ বাকি।

সবশেষ ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে এক লাফে ছয় থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে চিলি। প্যারাগুয়ের কাছে হোম ম্যাচে ২-১ ব্যবধানে হেরে চারে নেমে গেছে কলম্বিয়া। চিলি ও কলম্বিয়া দু’দলেরই পয়েন্ট সমান ২৬। ভেনেজুয়েলার মাঠে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে উরুগুয়ে (২৮)। বলিভিয়ার মাঠে গোলশূন্য ড্র করেছে সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত পবে পা রাখা ব্রাজিল (৩৮)।

তিন থেকে ছয় এ চারটি অবস্থানে পয়েন্টের ব্যবধান মাত্র ১। গোল ব্যবধানও একেবারে কাছাকাছি (+২, +২, +১, +১)। তাই শেষ ম্যাচের ফলাফলে অনেক কিছুই বদলে যেতে পারে।

বাঁচামরার লড়াইয়ে আর্জেন্টিনার জয়ের বিকল্প নেই। পূর্ণ পয়েন্ট পেলেই বাছাইপর্বের বাধা পেরোনো নিশ্চিত হবে। প্লে-অফ তো বটেই এমনকি সরাসরি ওয়ার্ল্ডকাপের মূল পর্বে উঠে যেতে পারে আর্জেন্টিনা। অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর এই সমীকরণ নির্ভর করছে।

পেরু-কলম্বিয়া ম্যাচে যেই জিতুক আর্জেন্টিনার জয়ে একটি দল জায়গা হারাবে। ব্রাজিলে গিয়ে কঠিন পরীক্ষা দিতে হবে চিলিকে। ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে প্যারাগুয়ে। হোম ভেন্যুতে উরুগুয়ের সামনে বলিভিয়া। আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক ইকুয়েডর।

আগামী বুধবার (১১ অক্টোবর) সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।