ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মারিয়া মান্ডার গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
মারিয়া মান্ডার গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ বাংলাদেশ-ভুটান ম্যাচের একটি মুহূর্ত

অধিনায়ক মারিয়া মান্ডার ৬৯ মিনিটের গোলে ভুটানের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।

এর আগে যমজ বোন আনাই মগিনি আর আনি চিং মগিনির গোলে স্বাগতিক ভুটানের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ১৮ মিনিটে সেন্টার ব্যাক আনাই মগিনির ভুটানের ডিফেন্সকে ফাঁকি দিয়ে করা অসাধারণ গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।

৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনু চিং মগিনি। ম্যাচের তৃতীয় গোলটি করেন তহুরা খাতুন।

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের সেমিফাইনালে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে স্বাগতিক ভুটানের। চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে খেলাটি।  

প্রথম ম্যাচে পাকিস্তানের জালে ১৪ গোল ও দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

খেলা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।