গেলো মৌসুমে ভিনিসিয়াসকে চুক্তিবদ্ধ করলেও চলতি মৌসুমে তাকে উন্মোচন করে মাদ্রিদ। প্রাক-মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে সফরও করেছেন তিনি।
আর মূল দলে না থাকার এই সুযোগটি নিতে চাইছে নয়টি ক্লাব। ভিনিসিয়াসকে পেতে সব চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে স্প্যানিশ ক্লাবগুলো। বেটিস, রিয়াল সোসিয়েদাদ, জিরানো, এস্পানিওল থেকে শুরু করে রায়ো ভাল্লেকানো, ভাল্লাডলিড, লেগানেস, জিরানো, এস্পানিওল ক্লাবও তাকে ধারে নিতে আগ্রহী। এছাড়া লিগ ওয়ানের দল নান্তেস এবং সিরি ‘আ’ লিগের ক্লাব উদিনেসও তাকে পেতে চায়।
মৌসুমের শুরু থেকেই বড় দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। সেখানেই সবার নজর কাড়ে তার গতি, ড্রিবলিং এবং শারীরিক গঠন। তাকে নিয়ে আশাবাদী রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস বলেন, ‘তাকে দেখার অপেক্ষায় গোটা ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ। আমরা আশাবাদী সে আমাদেরকে দারুণ কিছু উপহার দিতে পারবে। ’
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এমকেএম