হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ৩৭ বছর বয়সী এই সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর দ্রুতই অস্ত্রোপাচার করে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
স্প্যানিশ ফুটবলে জীবন্ত কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয় ক্যাসিয়াসকে। জাতীয় দলের হয়ে ৩টি বড় শিরোপা ছাড়াও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে ৫টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ১৬ বছরের সফল ক্যারিয়ার শেষে তিনি রিয়াল ছেড়ে ২০১৫ সালে পোর্তোয় যোগ দেন। সেখানে এরইমধ্যে ৪ মৌসুম কাটিয়েও ফেলেছেন।
ক্যাসিয়ারের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর মুহূর্তেই ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়লে সাবেক ও বর্তমান সতীর্থরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন জাতীয় দল ও রিয়ালে তার সাবেক সতীর্থ সার্জিও রামোস, আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল, রিয়াল ফরোয়ার্ড গ্যারেথ বেল, স্পেন ও বার্সার কিংবদন্তি কার্লোস পুয়েলসহ আরও অনেকে। এছাড়া ক্যাসিয়াসের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে এফসি পোর্তো, ভ্যালেন্সিয়া, বার্সেলোনা, এএস রোমা, ম্যানচেস্টার সিটিসহ ইউরোপের অধিকাংশ বড় ক্লাব।
বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, মে ০২, ২০১৯
এমএইচএম/এমএমইউ