৫৯তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলটির পর ফ্রান্সের শীর্ষ লিগে প্রথম দল হিসেবে এক মৌসুমের সবগুলো (৩৮) ম্যাচেই গোলের অনন্য কীর্তি গড়েছে পিএসজি।
ইতিহাস গড়ার পাশাপাশি অবশ্য মৌসুমের শেষ ৯ ম্যাচে মাত্র ৩ জয়ের লজ্জাও সইতে হচ্ছে টমাস টুখেলের দলকে।
এদিকে দলের পরাজয়ের রাতেও উজ্জ্বল এমবাপ্পে। ফরাসি চ্যাম্পিয়নদের ফের একবার মুকুট এনে দেওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছেন এই বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। সেই সঙ্গে প্রথমবারের মতো ফরাসি লিগের শীর্ষ গোলদাতার খেতাবও জিতে নিয়েছেন তিনি।
এই মৌসুমে লিগে ৩৩ গোল করেছেন এমবাপ্পে। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে তার আগে আছেন একমাত্র বার্সা তারকা লিওনেল মেসি (৩৬), যিনি এরইমধ্যে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এমএইচএম