অবশ্য সেই ম্যাচে পিএসজিকে জয় এনে দিয়ে নেইমার জানান, সামনে তার প্রতিটি ম্যাচ অ্যাওয়ে ম্যাচের সমান। সমর্থকদের নিয়ে আসা ‘নেইমারকে আর পিএসজিতে চায় না’ ব্যানারের বিপরীতে তিনি বলেন, ‘আমি বুঝতে পেরেছি সমর্থকদের এবং আমি জানি বিষয়টা তাদের জন্য কতটা কঠিন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বোর্দোর বিপক্ষেও দলকে জিতিয়েছেন নেইমার। কিন্তু তাতেও যেন মন গলছে না পিএসজি সমর্থকরদের। তবে সমর্থকদের সঙ্গে মনোমালিন্যের বিষয়টিকে পিএসজি তারকা দেখছেন প্রেমিক-প্রেমিকার মতো। যেখানে সময়ে সময়ে দুই কাছের মানুষের মধ্যে প্রেম-ভালবাসার পাশাপাশি ঝগড়াও হয়।
বোর্দের বিপক্ষে জয় এনে দিয়ে পিএসজি সমর্থকদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি খোলাসা করেন নেইমার। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রামিক প্রাপ্ত তারকা সমর্থকদের তুলনা দিলেন প্রেমিকার সঙ্গে, ‘এটা প্রেমিকার সঙ্গে যেমন হয় তেমনই। কখনো মাঝেমধ্যে আপনি তাদের সঙ্গে তর্ক করবেন এবং কিছু সময় ব্যয় করবেন কথা না বলে। ’
নেইমার আরো বলেন, ‘যাই হোক, ভালবাসা ও অনুরাগে, আপনি আবার স্বাভাবিক হয়ে যান। আমি পিএসজিকে সাহায্য করতে এখানে এসেছি এবং আমি আমার পুরো জীবন মাঠেই দিয়ে দেবো। ’
বাংলাদেশ: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
ইউবি/এমএমএস